কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল ও পেরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চিলিকে বিদায় করে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। শেষ আটের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পেরু।
১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এদিকে, চিলির বিপক্ষে দাপট দেখালেও নেইমার-ফিরমিনোদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে সেলেসাওরা। ৪৬ মিনিটে ডেডলক ভাঙ্গেন লুকাস পাকুয়েতা, এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৫৮ মিনিটে গেব্রিয়েল জেসুস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় সেলেসাও শিবির। তবে, সে সুযোগ কাজে লাগাতে পারেনি চিলি। যদিও ৬২ মিনিটে চিলিয়ানদের এক গোল বাতিল হয় অফসাইডের কারণে।
শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। আগামী ৬ জুলাই সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।