কোপা আমেরিকার নতুন আয়োজক চূড়ান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কোপা আমেরিকার নতুন আয়োজক চূড়ান্ত। করোনার প্রকোপ বাড়ায় আর্জেন্টিনায়ও হচ্ছে না কোপা আমেরিকা, ব্রাজিলকে নতুন আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছে কনমেবল।
১৩ জুন আর্জেন্টিনায় হওয়ার কথা ছিলো ৪৭তম আসরের। দেশ পরিবর্তন হলেও টুর্নামেন্ট মাঠে গড়াবে সময়মতো, নিশ্চিত করেছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। প্রথমে আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় বাদ পড়ে কলম্বিয়া। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল দেশটিতে। কনমেবল তাদের সরিয়ে দিলে সেসব ম্যাচ আয়োজনে আগ্রহ দেখাল চিলি আর প্যারাগুয়ে। যে তালিকায় ছিল যুক্তরাষ্ট্রও। কিন্তু সবকিছুর অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে একক আয়োজকের দায়িত্ব দেয় কনমেবল। যা বাতিল হয় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়। ১৩ জুন শুরু আসর, টুর্নামেন্টের ফাইনাল ১০ জুলাই।




















