কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি মিথ্যা প্রচার : ডেপুটি গভর্নর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৮০৫ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি মিথ্যা প্রচার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম। পঞ্চগড়ে ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য দিতে তিনজন কর্মকর্তা ছাড়াও তিনজন ডেপুটি গভর্ণর রয়েছেন।
অ্যাপয়েন্টমেন্ট করে এলে যে কোন তথ্য দিতে তারা প্রস্তুত আছেন। খুরশিদ আলম বলেন, তথ্য দেয়ার জন্যই বাংলাদেশ ব্যাংকে তিনজন কর্মকর্তা নিয়োজিত আছেন। তারপরও যে কোন প্রয়োজনে তিনজন ডেপুটি গভর্নরের সাথে যোগাযোগের সুযোগ রয়েছে। খুরশিদ আলম আরও বলেন, ব্যাংকিং সেক্টরের সবাই দেশের জন্যই কাজ করছেন। খেলাপি ঋণ আদায়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান তিনি। ডেপুটি গভর্নর খুরশিদ আলম আরও বলেন, কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অনেকে না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।