কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও নিজের ওপর হামলার অভিযোগ হিরো আলমের

- আপডেট সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। সকালে অনেক কেন্দ্র ছিলো ভোটার শূন্য। বেলা বাড়ার সাথে সাথে কিছু কেন্দ্রে সামান্য উপস্থিতি দৃশ্যমান হলেও বুথে ভোটার ছিলো না। এজেন্ট ও নির্বাচন কর্মকর্তারা অনেকটা অলস সময় কাটান। গুলশান মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত বলে জানান আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ফলাফল মেনে নেয়ার কথা জানান জাতীয় পার্টির প্রার্থী। তবে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও নিজের ওপর হামলার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত হিরো আলম।
এ দৃশ্য ভোট শেষে ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের। জয় বাংলা শ্লোগান দিয়ে একদল যুবক তাকে ধাওয়া করছে।
মাটিতে লুটিয়ে পড়া স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে কিল ঘুষি আর লাথি মারতে দেখা যায়।
হিরো আলমকে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন হিরো আলম।
এমন অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের দাবি, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।
সট: মনির হোসেন খান, রিটার্নিং অফিসার, ঢাকা জেলা সিনিয়র জেনারেল, নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার না থাকায় অনেক কেন্দ্র দুপুর পর্যন্ত ছিলো ফাঁকা।
রাজধানীর মহাখালী আইপিএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে উপস্থিতি থাকলেও বুথে দেখা যায়নি কোনো ভোটার। অনেকটাই অলস সময় পার করেন এজেন্টরা।
এ কেন্দ্রে ২৩শ’ ৪০ জন ভোটার থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত কাস্টিং ভোটের সংখ্যা প্রায় দেড়শো বলে জানান প্রিজাইডিং অফিসার।
ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রার্থী। আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন জাতীয় পার্টির প্রার্থী।
বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন ডিএমপি কমিশনার। ভোটের পরিবেশ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।