কেজিডিসিএলের কতিপয় কর্মকর্তা অঢেল সম্পত্তির মালিক
- আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি- কেজিডিসিএলের মতো রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানকে পুঁজি করে কতিপয় কর্মকর্তা হয়ে উঠছেন অঢেল সম্পত্তির মালিক। সাধারণ মানুষ তো বটেই, খোদ প্রতিষ্ঠানটিকেও জিম্মি করে ফেলেছেন ওই কর্মকর্তারা। চাঞ্চল্যকর নানা অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ কর্ণফূলী গ্যাস কর্তৃপক্ষ। দুদক বলছে,ঘটনার সত্যতা পেলেও কেজিডিসিএলের শীর্ষ কর্মকর্তাদের অসহযোগিতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান।
চট্টগ্রামের চান্দগাঁও অফিসার কোয়ার্টারের এই ১০ তলা ভবনটির কনষ্ট্রাকশন কাজের তদারকির দায়িত্বে ছিলেন কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তৎকালীন ডিজিএম আনিস উদ্দিন আহমদ। কাজটির ঠিকাদারী দেয়া হয়েছিল তারই বন্ধুর প্রতিষ্ঠান মেসার্স নুর সিণ্ডিকেটকে। আর সাব-কন্ট্রাক্টে কাজটি সম্পন্ন করে রক প্রপার্টিজ নামের আরেক প্রতিষ্ঠান। যার চেয়ারম্যান আনিসের স্ত্রী আর তিনি পরিচালক। স্ত্রীর কাছ থেকে ডিজিএম হিসেবে কোম্পানির পক্ষে কাজটি বুঝেও নেন তিনি।
ব্যাংক স্টেটমেন্টেও নুর সিণ্ডিকেট আর রক প্রপার্টিজের লেনদেনের চিত্র স্পষ্ট। ট্রেড লাইসেন্সের ঠিকানায় রক প্রপার্টিজের অস্তিত্ব পাওয়া না গেলেও খুঁজে পাওয়া গেছে নুর সিণ্ডিকেটকে। কিন্তু এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি কেউ।
২০১৮ সালে আনিসউদ্দিন আহমদের বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে দুদক। এরই মাঝে চাকরি থেকে অবসরও নিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে নিজের ব্যাখ্যা দিলেন আনিস।
কেজিডিসিএলের বর্তমান ডিজিএম লুৎফুল করিম চৌধুরী। চলতি বছরের শুরুতে তার এক কোটি ২৬ লাখ টাকার এফডিআর ফ্রিজ করেছে দুদক। কল্পলোক আবাসিক এলাকায় প্লট ও চন্দনাইশে বিপুল কৃষিজমি অর্জনের উৎস খুঁজছে দুদক। এরই মাঝে তার বড়ভাই সাইফুল করিম চৌধুরীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁজ এসেছে এসএটিভির হাতে। যেটি পরিচালনা করেন লুৎফুল করিম নিজেই। এব্যাপারে কথা বলতে গেলে এসএটিভির ক্যামেরা দেখে উপরের দোহাই দিয়ে অফিস ছেড়েই চলে যান তিনি।
চাঞ্চল্যকর এসব অভিযোগের বিষয়ে কথা বলতে অস্বীকার করে তথ্য অধিকার আইনে আবেদনের পরামর্শ দেন কোম্পানির মহা-ব্যবস্থাপক। আর দুদক বলছে, দুর্নীতিবাজ এসব কর্মকর্তার পক্ষ নিচ্ছে শীর্ষ কর্মকর্তারাও। তাই বাধাগ্রস্ত হচ্ছে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান।























