কুয়েট শিক্ষক ড. সেলিমের মরদেহ কবর থেকে উত্তোলন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে জেলার জেনারেল হাসপাতালের মর্গে।
সকাল ৮টায় তাঁর গ্রামের বাড়ী কুষ্টিয়া কুমারখালীর বাঁশ গ্রামের কবরস্থান থেকে মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত। এসময় আরও উপস্থিত ছিলেন, খুলনা খানজাহান আলী থানা পুলিশের একটি দল, তদন্ত কমিটি ও পরিবারের সদস্যরা। গেলো ১ ডিসেম্বর অস্বাভাবিক মৃত্যু হয় এই কুয়েটের শিক্ষকের। অভিযোগ রয়েছে-বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার হিসেবে—ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানকে নিযুক্ত করতে চাপ প্রয়োগ করা হয় তাকে। পরদিন ৪০ জনের দল নিয়ে ডা. সেলিমকে হুমকি দেন সেজান।পরে বিশ্ববিদ্যালয় থেকে সেজানসহ ৯জনকে বহিষ্কার করা হয়।
																			
																		












