কুয়াকাটা সৈকত থেকে আবারও একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পটুয়াখালী কুয়াকাটা সৈকত থেকে আবারও একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ভেসে আসা ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। এসময় স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি বালুচাপা দিয়ে রেখেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জেলে আব্দুল গাফফার জানান, এটি কোনো মাছধরা জেলেদের জালে আটকা পড়ে। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডণীয় হওয়ার জেলেরা ডলফিনটি সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি শনিবার কোনো এক সময় জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একাধিক বার কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া যায়।




















