কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘের একটি ইরাবতি মা ডলফিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘের একটি জীবিত ইরাবতি মা ডলফিন। পরে, সেটি মারা গেছে।
সকাল নয়টায় সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়া হয়। তারা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এটি জালে পেচানো ছিলো। জীবিত অবস্থায় ভেসে আসে। পরে, দশটার দিকে এটি মারা যায়। ডলফিনের পেটে বাচ্চা রয়েছে। ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। এটি ভেসে আসার কারন অনুসন্ধানে গবেষনা করা হচ্ছে।






















