কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা বেড়েছে।
নদ-নদীর পানি কমতে শুরু করলেও কুড়িগ্রামে এখনও পানিতে তলিয়ে আছে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ১৯ হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল।
সিরাজগঞ্জে যমুনা নদীর দু’টি পয়েন্টে ও জেলার অভ্যান্তরীণ সকল নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের দফায় দফায় পানি বৃদ্ধিতে প্রায় আড়াই মাসের বন্যায় যমুনা নদী বেষ্টিত ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নের শতশত গ্রামের আড়াই লাখ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, মানিকগঞ্জে যমুনা নদীর পানি জেলার আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার বেড়েছে। ইতোমধ্যে জেলার নিম্মাঞ্চল উপজেলার ফসলি মাঠে পানি ঢুকে পড়েছে।