কুড়িগ্রাম শেরপুর এবং ফেনীরসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি

- আপডেট সময় : ০৬:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম, শেরপুর এবং ফেনীর ফুলগাজীসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। আর পানি বাড়া কমার সাথে সাথে এসব নদ-নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙ্গন।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র এবং তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলার পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শেরপুরে তিন উপজেলার ছয়টি ইউনিয়নের নিচু এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে পানি থাকায় অনাহারে-অর্ধাহারে সময় কাটছে তাদের।আকস্মিক বন্যায় রোপা আমনের বীজতলা, সবজি ও ফলবাগান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ হাজার কৃষক। তলিয়ে গেছে প্রায় ২শ’ মাছের খামার।
ফেনীর ফুলগাজী ও পরশুরামে দুর্গত এলাকায় প্রয়োজনীয় শুকনো খাবার এবং দুই উপজেলার জন্য সাড়ে চার লাখ টাকা বরাদ্দ দেয়ার কথা জানান জেলা প্রশাসক।
কুমিল্লায় ভোর থেকে প্রায় ৪ ঘন্টা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন অংশে খাল দিয়ে পানি বের হতে না পারায় দুপুর পর্যন্ত পানিবন্দী নগরবাসী পড়েন নানা দূর্ভোগে।