কুড়িগ্রাম চরাঞ্চলে এবার ব্যাপকহারে আবাদ হয়েছে সরিষা
- আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে এবার ব্যাপকহারে সরিষার আবাদ হয়েছে। তবে রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্যান্য এলাকায় শুরু হয়নি মৌচাষ। এতে কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।
দুই ফসলের মাঝামাঝি সময়ে লাভবান হতে বিপুল পরিমাণ সরিষার চাষ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। তবে রৌমারী ও রাজীপুর উপজেলা ছাড়া অন্য ৭ উপজেলায় এখনো আসেনি মৌচাষের ধারণা।
এবার জেলায় ৭ হাজার ১ শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১টন করে।
কৃষি বিভাগের হিসেবে, জেলার রৌমারী ও রাজিবপুর এবার সরিষা ক্ষেতে ২ হাজার ৫০টি মৌ বাক্স বসানো সম্ভব হয়েছে। তা থেকে এ পর্যন্ত ৭ হাজার ১ শত ৫০ লিটার মধু সংগ্রহ হয়েছে। মৌসুমে জেলায় কমপক্ষে ২ লাখ কেজি মধু উৎপাদন সম্ভব। যার বর্তমান বাজার মূল্য ৪ শত টাকা কেজি হিসেবে প্রায় ৮ কোটি টাকা। প্রশিক্ষন না থাকায় এই বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক ও খামারীরা।
কৃষকরা বলছেন, মৌচাষের ধারণা থাকলে একদিকে যেমন মধু উৎপাদন সম্ভব হতো অন্যদিকে পরাগায়ন এর মাধ্যমে সরিষার ফলন আরো বৃদ্ধি করা সম্ভব হতো।










