কুসিক নির্বাচনে প্রভাব ফেলতে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
প্রার্থীদের অভিযোগ-পাল্টা-অভিযোগে চলছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা। ৭ম দিনে স্বতন্ত্র দুই প্রার্থী অভিযোগ করেছেন, তাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। নির্বাচনে মামলার প্রভাব পড়ার কোন সুযোগ নেই বলে মনে করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
কুমিল্লা আওয়ামী লীগের মেয়র প্রার্থী ৬০ কোটি টাকা ব্যয়ে মনোনয়ন কিনেছেন টকশোতে এমন বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
কুমিল্লা সিটি নির্বাচনের গণসংযোগে এ নিয়েই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন মেয়র প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর ২৭নং ওয়ার্ডের ধনাইতরী জামতলা এলাকায় প্রচারণায় নামেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গণসংযোগ শুরু করেন ২৫ নম্বর ওয়ার্ড থেকে। ভোটে প্রভাব ফেলতে বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনেন।
এদিকে, নগরীর কান্দিরপাড়ে গণসংযোগ করেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাত। বলেন, ক্ষতিগ্রস্তদের মামলার অধিকার অবশ্যই রয়েছে। আইনী বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এ বিষয়ে নির্বাচনে কোন প্রভাব পড়বে না।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ।