কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া ও নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
																
								
							
                                - আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
 - / ১৫৮৫ বার পড়া হয়েছে
 
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া ও নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার পর থেকে শহরের বিভিন্ন স্পটে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুউল আলম হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।বিক্ষোভ শেষে হানিফ বলেন, এখনও যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না, মানে না তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে।
…………
এদিকে, এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নড়াইল জেলা ছাত্রলীগ। রোববার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের রূপগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
																			
																		














