কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় আজও রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের তীব্র সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান এসব উগ্রবাদ-মৌলবাদ দমনে সরকারের প্রতি আহবান জানান। আর নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানান পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।
কুস্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সোমবার দুপুরে অপরাজয় বাংলার পদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতেদর আইনের আওতায় আনার পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের বিস্তারিত খতিয়ে দেখতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এরআগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ। এতে অংশ নিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম বলেন, কুষ্টিয়ার ঘটনায় মদদদাতাদের আইনের আওতায় আনতে হবে।
স্বাধীনতা বিরোধী শক্তিকে দমন করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।



















