কুষ্টিয়ার ভবানীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ জন

- আপডেট সময় : ০৪:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে মারপিট করার ঘটনা নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাদশাহ ও রেজা মন্ডল পক্ষের সাথে রাশিদুল ও লাবু পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সকালে রাশিদুল-লাবু পক্ষের লোকজন বাদশাহ ও রেজা মন্ডলের বাড়িতে হামলা চালালে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে ফরিদ হোসেন নিহত হয় এবং আহয় উভয় পক্ষের অন্তত ১০জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফরিদ হোসেন ময়েন ফারাজির ছেলে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।