কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারন সম্পাদক কাউসার আহমেদ রিপন, জেলা সিপিবি’র সদস্য ধীরেন্দ্রণাথ দাস। এ সময় বক্তারা ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তীব্র নিন্দা জানান। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও রাজবাড়ী সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে সমালোচনা করেন।