কুষ্টিয়া, পিরোজপুর ও যশোরে ৩ খুন
- আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৭০৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। ওদিকে, পিরোজপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গেলারাতে কুষ্টিয়ার পান্টি ইউনিয়নের পিতম্বররশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শিপন স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করতেন। পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালিসের কথা বলে শিপনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান শেখ নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রাম থেকে নিজ বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, যশোর মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহামান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে ওই যুবককে মারপিটের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হস্তগত হয়েছে। অভিযোগ উঠেছে শনিবার ওই যুবকের মৃত্যুর পর তার মরদেহ প্রতিষ্ঠানটির সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে রেখে চলে আসে। এরপর পরিবারের লোকজন জীবননগর থেকে এসে আজ হত্যার অভিযোগ তোলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।























