কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গায়ে আগুন দিয়ে আত্মহননকারী, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
গত রাতে সড়ক পথে তার মরদেহ কুমারখালী পান্টি গ্রামে পৌঁছালে স্বজনদের আহজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাত সাড়ে ১১টায় স্থানীয় মসজিদে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাত্রলীগ সভাপতি গাজী আনিস সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে আগুন নেভান। কিন্তু তার আগেই আনিসের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভর্তি করানো হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি।





















