কুষ্টিয়ায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন সীমান্ত ফাঁড়ি

- আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে সীমান্ত ফাঁড়ি। ভারত সীমান্তঘেঁষা উদয়নগর বিজিবি ফাঁড়ির বেশির ভাগ অংশ এরই মধ্যে নদীতে ভেঙে গেছে। ভাঙন ঝুঁকিতে থাকায় বিওপির বিজিবি সদস্য ও বিভিন্ন সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে সীমান্তে নিরাপত্তা কার্যক্রমে কোনো শূন্যতা তৈরি হয়নি বলে জানিয়েছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবি’র উদয়নগর সীমান্ত ফাঁড়ি-বিওপি। গত বুধবার রাতে হঠাৎ করেই বিওপিটির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙ্গনের কবলে পড়ে বিজিবির এই সীমান্ত ফাঁড়িটি। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। ভাঙ্গন আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারাও।
সীমান্তবর্তী এই বিওপিতে ২২ থেকে ২৫ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। ভাঙ্গন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারী বিওপিতে সরিয়ে নেয়া হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে টহল কার্যক্রমে কিছুটা প্রভাব পড়লেও বিজিবির সকল অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান,পদ্মার পানি কমতে শুরু করায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি।
উদয়নগর বিওপিতে ২২ থেকে ২৫ জন বিজিবি সদস্য নিয়মিত দায়িত্ব পালন করতেন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের এই অংশে কাঁটাতার না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা।