কুশিয়ারা নদীর উপর সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি
- আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনার কারণে ঝুলে আছে সুনামগঞ্জের রানীগঞ্জ কুশিয়ারা নদীর উপর সেতু নির্মানের কাজ। ৮৪ কোটি টাকার এই সেতু নির্মিত হলে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কমে যাবে ৫৫ কিলোমিটার। এটি হলে প্রবাসী অধ্যূষিত জগন্নাথপুরের ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে। সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
২০১৭ সালের প্রথম দিকে সুনামগঞ্জে কুশিয়ারা নদীর উপর ৮৪ কোটি টাকা ব্যয়ে ৭০২ মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয়। করোনার কারণে ১০ মাস ধরে কাজ বন্ধ থাকে। সেতুটি নির্মিত হলে সুনামগঞ্জ থেকে ঢাকার দুরত্ব কমবে ৫৫ কিলেমিটার। এতে যাত্রীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।করোনার কারণে নির্মান কাজে কিছুটা দেরি হওয়ার কথা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান।সেতুটি হয়ে গেলে সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হবে বলে জানান, পরিকল্পনামন্ত্রী।নির্মানকাজ দ্রুত শেষ করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে স্থানীয়রা।



















