কুলাউড়ায় গৃহবধু মাজেদা হত্যায় জড়িত শ্বশুরবাড়ির ৪জনকে গ্রেফতার
																
								
							
                                - আপডেট সময় : ১২:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
 - / ১৫৮৮ বার পড়া হয়েছে
 
মৌলভীবাজারের কুলাউড়ায় মাজেদা বেগম নামে গৃহবধুর খুনের সঙ্গে জড়িত শ্বাশুড়ী আছিয়া বেগম, ভাসুর আব্দুল জলিল, দেবর জায়েদ মিয়া ও মুক্তার মিয়াসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শশুরবাড়ির থেকে ২১ বছর বয়সী মাজেদা বেগমের মরদেহ ২ জুলাই সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাজেদার মা কবিরুন নেছা কুলাউড়া থানায় গৃহবধুর স্বামী-শাশুড়ি, ভাসুররসহ শ্বশুর বাড়ির ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দশ মাস আগে উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের আব্দুর করিমের মেয়ে মাজেদা বেগমের বিয়ে হয় হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মো. হাছলু মিয়ার মেঝো ছেলে আব্দুল মুকিদের সাথে। বিয়ের পর থেকে নানা কারণে শাশুড়ী, ননদসহ বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো মাজেদাকে। ঘটনার আগের দিন রাতেও মাজেদাকে নির্যাতন করা হয়।
																			
																		














