কুমিল্লায় বড় ভাইয়ের ঘরের মাটির নিচ থেকে ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় বড় ভাইয়ের ঘরের মাটির নিচ থেকে ছোট ভাইয়ের মরদেহ ও মাদারীপুরে আইয়ুব আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লায় বড় ভাইয়ের ঘর থেকে মাটিতে পুতে রাখাবস্থায় ছোট ভাই মোঃ সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বড় ভাই ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হলেও, পালিয়েছে ভাই ইব্রাহিম। জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিন ভিংলাবাড়ী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গেলরাতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কিছুদিন পূর্বে পারিবারিক বিরোধের জের ধরে মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম এবং সোহেল মিয়ার মারামারি হয়। ইব্রাহিম তার স্ত্রী রুজিনাকে নিয়ে যুবক সোহেলকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে ওইদিনই আহত সোহেল নিখোঁজ হয়। পরে গেলরাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়া এলাকায় আইয়ুব আলি বেপারী নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের দাবি, তাকে রাতের আধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত আইয়ুব একই এলাকার মৃত্যু জবেদ আলি বেপারীর ছেলে।