কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ছয়ঘরিয়ার ঢাকাগামী রোডের পাশে সশস্ত্র ডাকাতদলের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। এছাড়া অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত খোকনকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি- নিহত খোকন ডাকাত দলের সদস্য এবং কুমিল্লা জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যাকাণ্ডের অন্যতম আসামী।

 
																			 
																		























