কুমিল্লায় উদ্বোধন হলো স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
তৃণমূল থেকে উঠে এসে নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। মাদক সেবন থেকে সরে এসে পাড়া মহল্লায় চলবে ক্রিকেট খেলা। এমন লক্ষ্য নিয়ে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কুমিল্লায় উদ্বোধন হলো স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। জেলা পর্যায়ে দেশের সবচেয়ে বড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৯২ টি দলের ১২শ’ ৮৮জন খেলোয়ার। কুমিল্লার ক্রিকেটের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন আয়োজন বলছেন, জেলা ক্রিকেট কমিটি।
কুমিল্লা জিলা স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে এই টুর্নামেন্ট।আয়োজনকে ঘিরে বাড়তি উৎসাহের পাশা-পাশি আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
১৩শ’ খেলোয়াড় থেকে টুর্নামেন্টের সিলেকশন কমিটি ৪০ জন বাছাই করা হবে। ১২ থেকে ১৮ বছরের খেলোয়াড়দের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রিকেট কোচ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কুমিল্লার হয়ে খেলার কেউ নেই। প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যেতে এ আয়োজন বলছেন জেলা ক্রিকেট কমিটির সভাপতি। এতে জেলার শিশু-কিশোরদের মাঝে ক্রিকেটকে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ তাদের।
জেলা পর্যায়ে দেশের সবচেয়ে বড় এ আসরকে ঘিরে চলছে বাড়তি উৎসাহ-উদ্দিপনা।























