কুমিল্লার বিহারমন্ডল বাজারে ব্যাগ থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৮০৬ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবীদ্বারের বিহারমন্ডল বাজারে একটি ব্যাগ থেকে বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সকালে ঘটনা তদন্তে পুলিশ ও সিআইডি’র একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা জানান, দেবীদ্বারের বিহারমন্ডল বাজারে হঠাৎ ২টি বিস্ফোরণের আওয়াজ শুনে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়া হয়। দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লাহ’র নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। এরপর খবর দেয়া হয় ঢাকার বোম ডিসপোজাল ইউনিটেকে। রাত ২টার দিকে ঢাকা বোমা নিস্ক্রিয়কারী দল এবং সিআইডির একটি টিম সেখানে গিয়ে বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে।























