কুমিল্লার পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, পুকুরে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে আবদুর রহিমের সাথে একই এলাকার মৃত সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। সকাল ৯টার দিকে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রহিমকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।