কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন ২০ অক্টোবর

- আপডেট সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং বিএনপি’র সাইফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচ প্রার্থী। দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন দু’দলের প্রার্থীরাই।
দাউদকান্দি উপজেলায় ভোটার সংখ্যা দু’লাখ ৭৩ হাজার পাঁচ’শ। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৫৫৩জন পুরুষ ও এক লাখ ৩৫ হাজার ৯৪৮ জন মহিলা। নাগরিক হিসেবে নিজের ভোট নিজে দেয়ার সুযোগ চান তারা। পাশাপাশি, শুধু প্রতিশ্রুতি নয় সত্যিকারের উন্নয়নকামী প্রার্থীকে ভোট দিতে চায় জনগণ।
নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব বিস্তার করতে পারে এমন আশংকার কথা জানান, বিএনপির প্রার্থী। ইসি’র কাছে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি করেন তিনি।
আওয়ামী লীগ প্রার্থী বলছেন, করোনাকালে পাশে থাকায় তাকইে ভোট দেবে জনগন।
নির্বাচনের দিন ঘনিয়ে আসায় বাড়ছে উত্তেজনা। তবে, সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা চেয়েছে ভোটাররা।