কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উদ্দেশ্যমূলক এই ঘটনাটির নেপথ্যে কারো ইন্ধন রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তে সেটিও বেরিয়ে আসবে।
গেল বুধবার কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনার জের ধরে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এতে কয়েকজন নিহত হন। পাশাপাশি আহত হয়েছেন পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ।
রোববার সচিবালয়ের নিজ দপ্তরে ঘটনার তদন্তের অগ্রগতি নিয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্ভুল তদন্তের পর শিগগিরই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে বিএনপির অভিযোগ উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।