কুমিল্লা সিটি নির্বাচনে জাতীয় পার্টি কোন প্রার্থিকে সমর্থন দেবে না : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি নির্বাচনে জাতীয় পার্টি কোন প্রার্থিকে সমর্থন দেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকার প্রধানের কাছে সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান জিম্মি হয়ে পড়েছে।
দুপরে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, সরকারের কাছে এখন সব কিছুই অসহায়। এ অসহায়ত্ব থেকে মুক্তির জন্য জাতীয় পাটির্কে এ মুহূর্তে দেশের মানুষের দরকার। এসময়
নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনাও করেন তিনি।