কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের শেষ দিন ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে। সবগুলো ভোটই হবে ইভিএম এ।
তফসিল ঘোষণা শেষে ইসি সচিব জানান, এটি নতুন কমিশনের অধীনে প্রথম বড় কোন নির্বাচন। এবার ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই ভোটে সব দলের অংশগ্রহণ চায় ইসি। কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।










