কুমিল্লা- নোয়াখালী মহাসড়কের চার লেনের কাজের ধীরগতিতে হতাশ যাতায়াতকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুমিল্লা- নোয়াখালী মহাসড়কের চার লেনের কাজের ধীরগতিতে হতাশ যাতায়াতকারীরা। কিছু কিছু অংশে কাজ শেষ না হওয়ায় খানাখন্দ, ধূলা ও দুর্ভোগে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন মানুষ। ৫৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ৪৪ কিলোমিটার তদারকি করছে কুমিল্লা সড়ক বিভাগ।
২০১৮ সালের অক্টোবরে শুরু হয় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কাজ। শেষ হওয়ার কথা ছিল এই জুনে। তিন বছর মেয়াদ ফুরিয়ে গেলেও কাজ শেষ হয়নি এখনো।
ভাঙ্গাচোরা সড়কে বিকল হচ্ছে গাড়ি। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ভোগ নিয়েই চলতে বাধ্য হচ্ছে সাধারন মানুষ।
এ পর্যন্ত ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার দাবি করছে সড়ক বিভাগ। মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক বছর। এর মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছে তারা।
জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছে সাধারন মানুষ।
























