কুড়িগ্রামে ভরা মৌসুমেও বাড়ছে আলুর দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ভরা মৌসুমেও বাড়ছে আলুর দাম। পাইকারীতে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।
কৃষকরা বলছেন, গতবছর আলুর দাম না পাওয়ায় এবছর আলু আবাদ কমিয়ে দিয়েছেন তারা। তার উপর প্রতিকুল আবহাওয়ায় উৎপাদন কম ও খরচ বেশি হওয়ায় বেড়েছে আলুর দাম। এদিকে হিমাগার মালিকরা জানান, আলুর উৎপাদন কম হওয়ার প্রভাব পড়ছে হিমাগারগুলোতেও। গত বছর জেলার হিমাগারগুলো আলুতে পরিপুর্ণ থাকলেও এবছর ফাঁকাই পড়ে থাকবে তিন ভাগের এক ভাগ। ফলে আগামীতে আলুর দাম আরো বাড়তে পারে বলে জানান তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলার ৯ উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।