কিশোরগঞ্জে বাঁধের কাজ শেষ হওয়ায় স্বস্তিতে কৃষক

- আপডেট সময় : ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে কিশোরগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ায় স্বস্তিতে হাওরাঞ্চলের বোরো চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত এসব বাঁধের কাজে সন্তুষ্টি প্রকাশ করে তদারকিতে থাকা জেলা প্রশাসক বলছেন, আগাম বন্যা থেকে হাওরাঞ্চলের কৃষকদের বোরো ফসল বাঁচাতে কার্যকরী ভুমিকা রাখবে বাঁধগুলো।
কিশোরগঞ্জ জেলার প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার হাওরাঞ্চলের দিগন্ত বিস্তৃত মাঠে এখন শুধু সবুজের সমারোহ। হাওরের প্রধান ফসল বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
২০১৭ সালে কিশোরগঞ্জের হাওর পাহাড়ি ঢল আর টানা বর্ষণে পানির নিচে তলিয়ে যায় কৃষকের হাজার হাজার হেক্টর ফসলি জমির বোরো ধান। এরপর, ২০১৮ সাল থেকে হাওরের কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। চলতি মৌসুমে ২০ কোটি টাকা ব্যয়ে ১৪২ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ দ্রুত বাস্তবায়ন করায় স্বস্তিতে কৃষক।
বাঁধগুলোর মাটি ভরাট, ঘাস লাগানোর কাজ সম্পূর্ন শেষ। প্রতিটি নদী মোহনায় ঝুঁকিপুর্ন স্থান চিহ্নিত করে, আগাম উজানের ঢল থেকে ফসল রক্ষায় রাখা হয়েছে বাড়তি নজরদারি।
ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তদারকিতে থাকা জেলা প্রশাসক।
চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার হেক্টর।