কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক এক হাজতীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক আবু সাঈদ নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের সুপার মোহাম্মদ বজলুর রশিদ জানান, ভোরে আবু সাঈদ অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। গত ৩০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে রেব।























