কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
এতে গতরাত ১০টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল সূত্র জানায়, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি গতরাত ১০টায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরাঞ্চলের বিভিন্ন রেলস্টেশনে আটকে যায় বিভিন্ন ট্রেন।