কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থীর ভোট বর্জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী আনিছুর রহমান তালুকদার ভোট বর্জন করেছেন।
দুপুর ১২টার দিকে কালাই সিনেমা হলের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পৌর নির্বাচনের মেয়র পদে তিনজন মেয়র প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫২১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বিএনপি’র মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদার বলেন, সকাল থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শুরু হলেও বেলা গড়ালে কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং হত্যার হুমকিও দেয়া হয়। এ কারণে তিনি ভোট বর্জন করেন।



















