কালকিনির কৃষকলীগ নেতা মানিক হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধদের হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বেশ কয়েকটি বসতঘর ও ইটভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। মানিক সরদার হত্যাকান্ডের ঘটনার জেরেই পরবর্তী অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।










