কালকিনিতে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় কালকিনি পৌরসভার পূর্ব মিনাজদী গ্রামের ইউসুফ সরদারের বাড়িতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকের আয়োজন করে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু। বৈঠকে তার কর্মী ও সমর্থকরা যোগ দেন। হটাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুবৃর্ত্ত। এতে প্রার্থী সোহেল রানা মিঠুর ৯কর্মী-সমর্থক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।























