কাল মাঠে নামবে তামিম-মাহমুদউল্লাহ একাদশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৬০৬ বার পড়া হয়েছে
 
বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল মাঠে নামবে তামিম একাদশ। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ।
দুপুর দেড়টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। হার দিয়ে প্রেসিডেন্টস কাপ মিশন শুরু করেছে মাহমুদউল্লাহ একাদশ। প্রথম ম্যাচে নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। এবার ঘুরে দাঁড়ানোর মিশন মাহমুদউল্লাহদের। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তামিম একাদশ। আজ অনুশীলন করেছে দুদল। সেরা দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল ২৪ অক্টোবর। এর আগে সাত মাস পর প্রতিযোগীতামূল ক্রিকেটে ফিরে বাংলাদেশ। মিরপুরে মাঠে গড়ায় বিসিবি প্রেসিডেন্টস কাপ।
																			
																		














