কাল পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হবে কাল।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী বিদ্যুতের দাম বাড়ার কথা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে জানানো হবে। দাম বৃদ্ধির লক্ষ্যে ১৮ মে গণশুনানি হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রয়েছে। মে মাসের গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে ১৪ অক্টোবর। তবে ভোক্তা পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ানো হবে না জানানো হয়।