কাল থেকে আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বিপিএল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কাল থেকে আবারও ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বিপিএল। দিনের প্রথম ম্যাচে খুলনার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশাল। জিতলে নিশ্চিত, আর ড্রয়ে সম্ভাবনা থাকবে ক্ষীণ। এমন সমীকরণ নিয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে মিনিস্টার ঢাকা। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী মাহমুদউল্লার দল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ঢাকা। অন্যদিকে, একই সমীকরণ নিয়ে কুমিল্লার বিপক্ষে খেলবে খুলনা। শেষ চারে খেলতে হলে পরের দুই ম্যাচে জিততে হবে মুশফিকের দলকে। এক ম্যাচ জিতলেও হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে চট্টগ্রামের ম্যাচের দিকে। এরই মধ্যে প্লে-অফ রাউন্ড নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আসর থেকে ছিটকে গেছে সিলেট।










