কাল টি-টুয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ওয়ানডে সিরিজ শেষে কাল টি-টুয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ছোট ফরম্যাটে নিজেদের রেকর্ড ভালো না হলেও সিরিজ নিয়ে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাওয়ার প্লে থেকে আগ্রাসী ব্যাটিংয়ের তাগিদ বাংলাদেশ অধিনায়কের। এদিকে, অনুশীলনের সময় হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। খেলা নিয়েও আছে শঙ্কা। মিরপুরে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
মিরপুরে হাস্যউজ্জ্বল রৌদ, প্রাণবন্ত ক্রিকেটার। ঠিক যেন সুখী পরিবারের গল্প।
তবে, হঠাৎ মিরপুরের আকাশে কালো মেঘ, ঘোর অমানিশা। কোচিং স্টাফ থেকে নির্বাচক প্যানেল সবাই আলোচনায়, কপালে চিন্তার ভাঁজ। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন মিস্টার ডিপেন্টডেবল মুশফিকুর রহিম। প্রথম টি-টুয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা। যদিও আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ।
অনুশীলনের শুরুতে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়ে মিরপুরের উইকেট পরিদর্শন করেন রিয়াদ। গেলো বিশ্বকাপ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজ, সব খানেই ছন্দহীন মাহমুদউল্লাহ। যেন নিজেকে ফেরানোর চেস্টা।
টিটুয়েন্টিতে শুরু থেকে আগ্রাসী ভূমিকা রাখতে দলকে তাগিদ দিয়েছেন। ছোট এই ফরম্যাটে বিবর্ণ হলেও সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
সাকিব, মুশফিকরা অটোমেটিক চয়েজ হলেও ওপেনিং নিয়ে অম্লমধুর সমস্যায় বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন কে? নাঈম শেখ নাকি অভিষেকের অপেক্ষায় থাকা মুনিম শাহরিয়ার।
ফুরফুরে মেজাজে আফগানিস্তান। ভিন্ন ফরম্যাটে জয়ের খোঁজে সফরকারীরা। দু’দলের হেড টু হেডে এগিয়ে আফগানরা। ৬ দেখায় মাত্র দুই জয়ে বাংলাদেশের আক্ষেপ।










