কাল জাতীয় পরিচয়পত্র ছাড়া চট্টগ্রামের রাস্তায় চলাফেরা করা যাবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাল জাতীয় পরিচয়পত্র ছাড়া চট্টগ্রামের রাস্তায় চলাফেরা করা যাবে না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির।
বিকেলে দামপাড়া সিএমপি কার্যালয়ের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির খবর জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বার্তা দেন তিনি। কোন প্রার্থীর পক্ষে কাজ করতে বহিরাগতরা নগরীতে আসতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।