কাল উঠছে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ১ বছরের নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কাল উঠছে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ১ বছরের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব খেলবেন ১৫ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
সাকিবের ফেরার টুর্নামেন্ট বলেই কিনা ক্রেজটা কাজে লাগাতে চায় বিসিবি। স্পন্সররাও শুরু করে দিয়েছে যোগাযোগ। ২৯ অক্টোবর, ২০১৯। দেশের ক্রিকেটের কালো দিন। নিষেধাজ্ঞার কবলে পড়েন টাইগার ক্রিকেটের সব চাইতে বড় তারকা সাকিব আল হাসান। ভুল স্বীকার করে নেয়ায় পার পেয়ে যান অল্পতেই।
ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সাথে পরিচয় ছিল সাকিবের। ভিন্ন ভিন্ন সময়ে তিনবার সাকিবের কাছে তথ্য চেয়েছিলেন দীপক। ওকে কখনই সহযোগিতা করেননি সাকিব। তবে, নিয়ম অনুযায়ী আকসুকে জানাননি। উল্টো ডিলিট করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ। সে কারণেই নেমে আসে ১ বছরের নিষেধাজ্ঞা। এতদিন পর মাঠে ফিরছেন সাকিব। করোনা পরবর্তী টি-টোয়েন্টি টুর্নামেন্টটায় মাশরাফীও থাকবেন। জমিয়ে তোলার অপেক্ষায় বিসিবি।