কার্যকর গণতন্ত্রের দাবিতে ৩৩তম দিনে নড়াইলে অবস্থান কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কার্যকর গণতন্ত্রের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে নড়াইলে অবস্থান কর্মসূচি পালন হয়েছে।
ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে নড়াইলে অবস্থান কর্মসূচি পালন করেন হানিফ বাংলাদেশী নামে এক যুবক। তিনি ডেমোক্রেসী ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের আহ্বায়ক। দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে হানিফ বাংলাদেশী জানান, ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের দাবিতে আজ ৩৩তম দিনে নড়াইল জেলায় অবস্থান কর্মসূচি চলছে। এ সময় নড়াইল জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও নড়াইল প্রেসক্লাবের সামনে খন্ড খন্ড অবস্থান কর্মসূচি পালন করা হয়। আগামী ২৬ মার্চ পর্যন্ত তিনি দেশব্যাপী এ কর্মসূচি পালন করবেন।




















