কারসাজি করে কেজিতে ৭-৮ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা : খাদ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৮২ বার পড়া হয়েছে
দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে, হাহাকারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে কারসাজি করে কেজিতে ৭-৮ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়েছে ব্যাবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে এখন খোলাবাজারে চাল বিক্রি বাড়ানো হয়েছে। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের সংলাপে এসব কথা বলেন সাধন চন্দ্র মজুমদার। দেশের প্রকৃতির মতো ব্যবসায়ীরাও অস্থির বলেও মন্তব্য করেন তিনি।
সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম-বিএসআরএফ। সংলাপে দেশে খাদ্যের মজুদ, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দেশে উৎপাদিত চালের দাম বেঁধে দেয়া সম্ভব না । তবে ঘাটতি মেটাতে খাদ্য আমদানি করা হচ্ছে।
অক্টোবর থেকে খোলা বাজারে আটা বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
ব্যবসায়ীরা নয়, ভোক্তারা উৎসাহিত হয় এমন খবর প্রচার করতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।