কারওয়ান বাজারের ফুটপাতে প্রতি রাতে বসে তিনশ’ দোকান
- আপডেট সময় : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
রাত যত গভীর হয় বাজারের ব্যস্ততাও ততো বাড়তে থাকে। ঢাকার সবচে’ বড় পাইকারী সবজি বাজার- কারওয়ান বাজারের ফুটপাতে এরকম তিনশ’ দোকান বসে প্রতি রাতে। পর্যাপ্ত জায়গা না থাকায় ফুটপাতেই চলে কেনাবেচা, আর ফিট মেপে দিতে হয় সেই জায়গার ভাড়া।
শহরবাসী যখন গভির রাতে ঘুমে বিভোর তখনই শুরু হয় বাজারের ব্যস্ততা। সমগ্র রাজধানী দিনে ব্যস্ত থাকলেও কারওরান বাজারের চিত্র তার ঠিক উল্টো। কারওয়ান বাজার ঢাকার অন্যতম পাইকারি বাজার। এখানে ট্রাক-পিকআপ-ভ্যান, কুলি-মজুর ব্যবসায়ীদের ভিড়ে রাতেরবেলা এই বাজারে ফুটপাতসহ কোথাও তিলধারণের জায়গা থাকে না।
রাতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসাতে থেকে শাকসবজি, মাছ, মুরগি ইত্যাদি বোঝাই ট্রাক। সেগুলো বেচা-বিক্রি আর পরিবহন নিয়ে হাজারো মানুষ তুমুল ব্যস্ত থাকেন রাতের এই সময়টাতে। শত শত মালবাহী ট্রাক, ভ্যানগাড়ি আর হাজারো শ্রমিকদের হাঁকডাকে প্রাণচঞ্চল থাকে রাতের কারওয়ান বাজার।
ব্যবসায়ীদের চোখে একটুও ঘুম নেই। কেননা তাদের পণ্য বোঝাই মালগুলো ঠিক মতো নামছে নাকি তার সঠিক হিসাব রাখতে হবে।
কারওয়ান বাজারের ফুটপাতে এরকম তিনশ’ দোকান বসে প্রতি রাতে। প্রতিদিন রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত এভাবে চলে বেচা-কেনা। ফুটপাত যার দখলে তিনিই সেই জায়গার মালিক, আর ফিট মেপে নিতে হয় সেই জায়গা ভাড়া এবং সকাল হতে হতেই রাজধানী ছাড়তে হয় মালবাহি ট্রাকগুলোকে।










