কাদের মির্জার বিরুদ্ধে মামলা করতে আদালতে যাচ্ছেন নিহত আলাউদ্দিনের ভাই মোহম্মদ ইমদাদ হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাটে মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা করতে আদালতে যাচ্ছেন নিহত আলাউদ্দিনের ভাই মোহম্মদ ইমদাদ হোসেন। মামলা না নেয়ায় সিদ্ধান্ত নেয় থানা পুলিশ।
এখনও উভয়পক্ষের নেতারা মুখোমুখি অবস্থানে অনড় রয়েছেন। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এ অবস্থায় জনসাধারণের মাঝে বিরাজমান আতঙ্ক কাটেনি এখনও। পুলিশ বলছে, সংঘর্ষে জড়িতদের ছাড় দেয়া হচ্ছে না। গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে ৩৭ জনকে। আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন সিএনজি চালক ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন। এর আগে নিহত আলাউদ্দিনের ভাই থানায় হত্যা মামলা করতে গেলে ত্রুটির কারণ দেখিয়ে মামলা নেয়নি পুলিশ। ফলে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।
















