কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলির বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলি ছোড়া হয় বলে মেয়রের ছোট ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন। তিনি বলেন, বাড়িতে অবস্থান কালে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এ সময় আমাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়রা বলেন, মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকা থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।
এর আগে গত শুক্রবার রাতে সাত মোটরসাইকেল আরোহী কাদের মির্জার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।