কাজিপুর উপ-নির্বাচনে প্রচারণা সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-১ কাজিপুর উপ-নির্বাচনে প্রচারণা সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই, হামলাটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের বলে দাবি করেছে সদর আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত হরিজন কেন্দ্রীয় কল্যাণ পরিষদের কাউন্সিল অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, বুধবার বিএনপি নির্বাচনী এলাকার বাইরে একটি বেসরকারি রেষ্ট হাউজে অনুষ্ঠান করার সময় দু গ্রুপের মধ্যে সংঘর্ষও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পরবর্তীতে হামলার ঘটনাটিও ঘটেছে। তারা নির্বাচনী মাঠে না থেকে ঘরে বসে মিটিং আর সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জানান তিনি।